• ধাঁধা :
১. ‘কোন ফলের উপরটা খাই,
ভিতরে তার ফুল।
ভাবতে গেলে তার কথা,
পণ্ডিতের হয় ভুল।’
২. ‘বলেন তো দেখি,
কোন বাসা ভাড়া
দেয়া যায় না।’
৩. ‘কোন পাখি শিকার ধরে
গিয়ে বসে ডালে,
অর্ধেক তার কামরাঙ্গায়
অর্ধেক থাকে জলে।’
৪. ‘বলেন তো দেখি,
কোন দেশে মানুষ নেই।’
• উত্তর :
১. চালতা
২. ভালোবাসা
৩. মাছরাঙ্গা
৪. সন্দেশ