আলহামদুলিল্লাহ, সৌদিতে ১৭০টি দেশের হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণির ছাত্র চাঁদপুরের ইয়াকুব

ইসলামিক সংবাদ October 30, 2016 1,649
আলহামদুলিল্লাহ, সৌদিতে ১৭০টি দেশের হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪র্থ শ্রেণির ছাত্র চাঁদপুরের ইয়াকুব

সৌদি আরবের মক্কা নগরীতে ৩৮তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুরের ৯ বছর বয়সী কিশোর হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।


গত শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই কুরআন প্রতিযোগিতা। ১৭০টি দেশের প্রতিযোগীরা


অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষ হবে ২৮ অক্টোবর শুক্রবার।


এবারের কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ৯ বছর বয়সী কিশোর চাঁদপুরের হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।


হাফেজ ইয়াকুব ১৮ অক্টোবর প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি আরব পৌছেছে।


তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র ইয়াকুব। সে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইয়ে গত মে মাসে নির্বাচিত হন। পুরো কুরআন মুখস্থ করতে তার সময় লেগেছে মাত্র ১ বছর ৭ মাস। -যুগান্তর।