আজকের ধাঁধা : ২৭ অক্টোবর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 27, 2016 2,214
আজকের ধাঁধা : ২৭ অক্টোবর, ২০১৬

• ধাঁধা :

১. ‘ছোট একটা টেপা গাছ,

টেপা ঝুমঝুম করে।

আজগুবি এক বামন এসে,

টেপা খেয়ে মরে।’


২. ‘ছোট ছোট ছেলে-মেয়ে,

দুধ ভাত খায়।

বড় বড় গাছের সঙ্গে

যুদ্ধ করতে হয়।’


৩. ‘ছোট দুই পুকুরে

জল টলমল করে,

রাজার বেটার সাধ্য নেই

জাল ফেলতে পারে।’


৪. ‘ছেলে-মেয়ের সঙ্গে স্কুলে যায়,

লেখার কাজেই ব্যবহার হয়।’


• উত্তর :

১. মরিচ

২. কুড়াল

৩. চোখ

৪. কাগজ-কলম