পুরাতন বাংলা সিনেমার কিছু সংলাপের ফেসবুক ভার্সন-
ওমর সানি : মাআআ... তোমাকে কে ‘পোক’ দিয়েছে মা?
বাপ্পারাজ : চৌধুরী সাহেব, আমরা লুতুপুতু ফেসবুকার হতে পারি কিন্তু ‘অ্যাড মি’ কমেন্ট করি না!
নায়কের মা : ওই কানকাটা রমজান তোর বাবার ফেসবুক আইডি হ্যাক করেছে, তুই এর প্রতিশোধ নে বাবা...
নায়ক : শোন নূপুর, তোমাকে একটা রিকু দিয়েছি, একসেপ্ট কইরো।
বাপ্পারাজ : তুই আমার নিরীহ মা-বোনকে মেসেজ দিয়েছিস। আমি আজ তোকে ব্লক করেই ফেলব।
ওমর সানির মা : আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে নিশ্চয়ই একটা ল্যাপটপ কিনে দিত!
অনন্ত জলিল : নিঃস্বার্থ লাইক কমেন্ট, হোয়াট ইজ ফেসবুক!
এটিএম শামসুজ্জামান : ওওই, তোর মায়ের আইডি বাঁচাতে চাইলে এখনি তোর আইডির পাসওয়ার্ড আর ই-মেইল নাম্বার দিয়া দে...