দেয়ালের ছবিটা কার

পাঁচমিশালী কৌতুক October 24, 2016 1,529
দেয়ালের ছবিটা কার

স্বামীর মৃত্যুর কয়দিন পরেই এক মহিলা তার দেবরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটায় মনক্ষুণ্ন হল।


একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ্য করল, শোবার ঘরের দেয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো। সবাই খুব খুশি হল ছবি দেখে।


এদের মধ্যে একজন ছিল নতুন। সে মহিলার স্বামীকে চিনত না। ছবি দেখে তাই জানতে চাইল-

বান্ধবী : দেয়ালের ছবিটা কার?

মহিলা : আমার ভাশুরের। কয়েকদিন আগে মারা গেছেন!