• ধাঁধা :
১. ‘মাটির নিচে কাদা,
উঠাইলে নবাবজাদা।’
২. ‘জ্বলে চলে ছোঁয় না পানি,
তারে আমরা সবাই চিনি।’
৩. ‘মরা দেহে হেঁটে যায়,
দুই পা গিলে খায়।’
৪. ‘গণিপতি নহে কিন্তু
এক দন্তধর,
কটিতে বদন তার
দেহ লম্বোদর।’
• উত্তর :
১. আদা
২. জোনাকি
৩. জুতো
৪. ঢেঁকি
Login | Sign Up |
• ধাঁধা :
১. ‘মাটির নিচে কাদা,
উঠাইলে নবাবজাদা।’
২. ‘জ্বলে চলে ছোঁয় না পানি,
তারে আমরা সবাই চিনি।’
৩. ‘মরা দেহে হেঁটে যায়,
দুই পা গিলে খায়।’
৪. ‘গণিপতি নহে কিন্তু
এক দন্তধর,
কটিতে বদন তার
দেহ লম্বোদর।’
• উত্তর :
১. আদা
২. জোনাকি
৩. জুতো
৪. ঢেঁকি