পাইপটা বাঁকানোর চেষ্টা

পাঁচমিশালী কৌতুক October 20, 2016 1,407
পাইপটা বাঁকানোর চেষ্টা

ছোট্ট জনি একটা কুকুরের লেজ ধরে পাইপে ঢুকানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছিলেন পাশে দাঁড়ানো এক ভদ্রলোক। এক পর্যায়ে তিনি এগিয়ে এসে বললেন-

ভদ্রলোক : এই যে ছেলে, তুমি যতই চেষ্টা করো না কেন, কুকুরের লেজ কখনো সোজা করতে পারবে না।

জনি : না আঙ্কেল আমি তো কুকুরের লেজ সোজা করছি না। এই পাইপটা বাঁকানোর চেষ্টা করছি।