পাগলের লেখা উপন্যাস

পাগল ও ডাক্তার October 20, 2016 6,096
পাগলের লেখা উপন্যাস

এক চিকিৎসক পাগলকে বলছে-

চিকিৎসক : এইটা কী?

পাগল : এইটা একটা ৫০০ পেইজের উপন্যাস, আমি লিখেছি।

চিকিৎসক : ৫০০ পেইজে তুমি কী লিখছ?

পাগল : প্রথম পেইজে লিখছি এক রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওয়ানা দিল। আর শেষ পেইজে লিখেছি রাজা জঙ্গলে পৌঁছাল!

চিকিৎসক : আর বাকি ৪৯৮ পেইজে কী লিখছ?

পাগল : টিগ ডিক টিক ডিক টিগ ডিক টিগ।