› ধাঁধা :
১. ‘চার বর্ণে নাম আমার
লেজে থাকে ষাল,
বীরের সাথে চলি আমি
নিয়ে আপন মান।
আমায় চিনতে এতো
দেরি কেন ভাই,
অভিধানে মাথা রেখে
আমি যে ঘুমাই।’
২. ‘চলতে চলতে থেমে যায়,
না কাটলে তার চলা দায়।
কেটে দিলে আবার চলে
বলুন তো তাকে কি বলে?’
৩. ‘চোখে চোখে রাখে মোরে
পুরুষ-রমণী।
সবার শেষে মোর আছে
শুধুই জননী।’
৪. ‘চোখে তার নেই তো
পাতা মোটেই।
থাকে ঘুমিয়ে বা জেগে
কী নাম তার হবে?’
› উত্তর :
১. শামুক
২. পেন্সিল
৩. শিশু
৪. মাছ