ধাঁধা :
১. ‘চলছে বিরাট জানোয়ার,
লেজ বাদে কড়া চার।’
২. ‘চলতে চলতে তার
চলা হয় ভার,
মাথাটি কাটলে তার
চলবে আবার।’
৩. ‘চার কোলে চার খুঁটি,
মাঝখানেতে ভিটা।
টানলে দেখবে সাদা রস,
খেতে কিন্তু মিঠা।’
৪. ‘চোর নয়, ডাকাত নয়
বন্ধ ঘরে মেরে রয়।
সময় মতো ঘাড়ে ধরে
নাকে খত দেওয়ায়।’
উত্তর :
১. গণ্ডার
২. পেন্সিল
৩. দুধ
৪. দেয়াশলাই