আমিই গাড়ি চালাব

পাঁচমিশালী কৌতুক October 15, 2016 1,548
আমিই গাড়ি চালাব

নতুন বউকে নিয়ে বেড়াতে যাচ্ছেন সরদারজি। ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে মধুর আলাপ!


এমন সময় লক্ষ্য করলেন, ড্রাইভার ব্যাটা গাড়ির আয়নায় বারবার তাঁর স্ত্রীর দিকে তাকাচ্ছে। ভীষণ ক্ষেপে গেলেন সরদারজি।


সরদারজি : এই ব্যাটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বার করছি। তুই পেছনে এসে বস, আমিই গাড়ি চালাব!