যৌনতা নিয়ে কত আকাঙ্খাই না থাকে মানুষের মধ্যে৷ নানাধরনের যৌন ফ্যান্টাসিতে মত্ত হয়ে কত কাণ্ডই না ঘটান কত মানুষ৷ কিন্তু সঙ্গমের নতুন আসন আয়ত্ত করতে গিয়ে, নিজের যৌনাঙ্গ ভেঙে ফেললেন ভিয়েতনামের এক প্রৌঢ়৷
জানা গিয়েছে ৫৯ বছরের ওই প্রৌঢ় সঙ্গিনীকে ভিন্ন মাত্রায় যৌনসুখ দিতে গিয়ে নিজের জীবনে এই বিপদ ডেকে আনেন৷ তীব্র উত্তেজক যৌন আসন করতে গিয়ে তাঁর পুরুষাঙ্গ ভেঙে যায়৷
জানা গিয়েছে, এই ঘটনার পরই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, ব্যক্তির যৌনাঙ্গে দ্রুত অস্ত্রোপচার করতে হবে৷ তা না হলে ব্যক্তির যৌনাঙ্গ চিরকালের মতো ভঙ্গুর হয়ে যাবে৷
গোটা ঘটনায় বেশ অবাক হয়েছেন চিকিৎসকরাও৷ জানিয়েছেন, এমন ঘটনা খুবই বিরল৷ এমন ভঙ্গুর যৌনাঙ্গ এবং তার চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷
সূত্রঃ সংবাদ প্রতিদিন