ফুটপাতে এক বেকারকে শুয়ে থাকতে ভদ্রলোক বললেন-
ভদ্রলোক : ওই ব্যাটা আরামে ঘুমায় আছস, কাম করতে পারছ না?
বেকার : কাম কইরা কী করমু?
ভদ্রলোক : কাম করলে টাকা কামাইতে পারবি।
বেকার : টাকা কামাইয়া কী করমু?
ভদ্রলোক : টাকা কামাইলে বাড়ি-গাড়ি হইব।
বেকার: বাড়ি-গাড়ি দিয়া কী করমু?
ভদ্রলোক : আরামে ঘুমাইতে পারবি।
বেকার : তো আমি এতক্ষণ কী করতাছিলাম?