গ্রাম বাংলার মজার ধাঁধা - ১ম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 11, 2016 5,856
গ্রাম বাংলার মজার ধাঁধা - ১ম পর্ব

১.তিন তের দিয়া বার

নয় দিয়া মিলানী কর।

আমার স্বামীর নামটি এই,

পার করে দাও নাইওর যাই।


২.রামের বামেতে বসি নই আমি সীতা,

উড়িষ্যা নগরে, মোর আছে এক মিতা।


৩. গাছে নাই, পাতায় নাই

ফুলে আছে, ফলে আছে।


৪.এ ঘর যাই, ও ঘর যাই

দুম দুমাইয়া আছাড় খাই।


৫.নয়া জামাই গোসল করে,

টুপি থাকে মাথার পরে।

একশ কলস পানি দাও

তবু শুকনা তার গাও।


উত্তর : ১. ষাইট্যা ( ৩ x ১৩ + ১২ + ৯ = ৬০);

২. র বর্ণ;

৩. ল বর্ণ;

৪. ঝাঁটা;

৫. কচু গাছ