ধাঁধা :
১. ‘চার বর্ণে নাম তার,
যেথায় সেথায় ঘোরে।
প্রথম দুটো বাদ দিলে,
টোপর মাথায় পড়ে।’
২. ‘চার বর্ণে নাম তার,
ফলের মধ্যে রয়।
শেষের দুটি কেটে দিলে,
আরেকটি ফল হয়।’
৩. ‘চার বর্ণে নাম তার,
অফিসেতে বসে।
প্রথম দু’বর্ণ বাদ দিলে,
উপকারী ফসলের মাঠে।’
৪. ‘চার বর্ণে নাম তার
বোঝায় ব্যবহার।
প্রথম বর্ণ বাদ দিলে
মানুষের দরকার।’
উত্তর :
১. যাযাবর
২. জামরুল
৩. অফিসার
৪. আচরণ