রেস্টুরেন্টে পরিচয় হলো লিমা আর সোহানের। তারা দু’জন একসঙ্গে চা খেল, খানিক গল্পগুজব করল, মোবাইল নম্বর নিল। আধঘণ্টা পরে সোহান লিমাকে প্রেম নিবেদন করে বসল।
সোহান : আপনি কি আমাকে বিয়ে করবেন?
লিমা : আমাদের পরিচয়ের এক ঘণ্টাও হয়নি। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, অথচ আমাকে বিয়ে করতে চাইছেন?
সোহান : কে বলেছে জানি না? আপনার বাবা যে ব্যাংকে টাকা জমা রাখেন, আমি সেই ব্যাংকের হিসাবরক্ষক।