এটা ফেসবুক না

পাঁচমিশালী কৌতুক September 25, 2016 2,448
এটা ফেসবুক না

সজীবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে-

পাত্রীর বাবা : বাবা, তোমার উচ্চতা কত?

সজীব : পাঁচ ফুট দশ ইঞ্চি।


পাশ থেকে তার মা খোঁচা দিয়ে ফিসফিস করে বললেন-

মা : চুপ কর গাধা, এটা ফেসবুক না।