• ধাঁধা :
১. ‘কোন গাছে হয় না ফুল
তবু আছে গন্ধ।
যে বলতে পারে না
সে আসলে অন্ধ।’
২. ‘কোন বস্তু আছে ধরায়,
না চাইলেও সবাই পায়।’
৩. ‘কোমর ধরে শুইয়ে দাও,
কাজটা এবার করে নাও।
ধুয়ে-মুছে তুলে দাও
তুমি যা ভাবছো তা নয়।’
৪. ‘বলেন তো শুনি,
কোন মাছি ওড়ে না?’
• উত্তর :
১. চন্দন গাছ
২. মৃত্যু
৩. শিল ও নোড়া
৪. কানামাছি