দেশের বেসরকারি টেলিযোগাযোগ ও অন্যতম শীর্ষ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বার্তার ভাষা ও আবেদন বিব্রতকর। আজ বৃহস্পতিবার সব বয়সী গ্রাহকের কাছেই পৌঁছে যায় ওই বার্তা।
‘জিপি স্টোর’ থেকে ওই বার্তা গ্রাহকদের কাছে পাঠানো হয়। বার্তায় বলা হয়, ‘নতুন মুভিতে পরিণতি চোপড়ার আপত্তিকর গোপন ভিডিও দেখতে ক্লিক করুন…।’
বার্তাটি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি মন্তব্য করেন, গ্রামীণফোনের কাছ থেকে এ ধরনের বার্তা পাওয়া খুবই আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত।
এ ব্যাপারে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, ‘আমরা ভেন্ডরের মাধ্যমে এসব কাজ করাই। ভুল বা যাই হোক সেটা সেখান থেকে হয়েছে। ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। নজরে আসার পরই ওই বার্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর ওই বার্তা যাচ্ছে না।’