৫শ’ টাকা ধার

পাঁচমিশালী কৌতুক September 23, 2016 1,842
৫শ’ টাকা ধার

এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অন্য দিক থেকে আরেক ভদ্রলোক আসছিলেন।

১ম ভদ্রলোক : ভাই আপনার কাছে ৫শ’ টাকা ধার হবে?

২য় ভদ্রলোক : আপনাকে ৫শ’ টাকা ধার দেব কেন? আমি তো আপনাকে চিনি না।

১ম ভদ্রলোক : সে জন্যই তো বলছি, কারণ যারা আমাকে চিনে তারা আমাকে কোনো দিন টাকা ধার দিবে না।