আরেকটা নিয়ে এসো

ছেলে ও মা কৌতুক September 21, 2016 2,361
আরেকটা নিয়ে এসো

বাবা, মা এবং ছেলে এক জায়গায় যাচ্ছে। ছেলেটির মা ছেলেটিকে একটি চকলেট কিনে দিল। ছেলেটি যখন চকলেটটি খেতে গেল তখন চকলেটটি পড়ে গেল।


ছেলেটি চকলেট তুলতে গেলে ছেলেটির মা বলল, ‘পিন্টু, পড়ে যাওয়া জিনিস তুলতে নেই। যাও আরেকটা নিয়ে এসো।’


তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিন্টুর বাবা পড়ে গেল। পিন্টুর মা বাবাকে তুলতে গেলে পিন্টু মাকে বলল, ‘মা, পড়ে যাওয়া জিনিস তুলতে নেই। যাও আরেকটা নিয়ে এসো।’