এক্কেরে কাইট্টা হালবাম

পাঁচমিশালী কৌতুক September 21, 2016 953
এক্কেরে কাইট্টা হালবাম

ঢাকা টু ময়মনসিংহের বাসে একবার ডাকাত পড়ল! ডাকাত দল পুরো বাস তাদের নিয়ন্ত্রণে নিল! এবার শুরু হবে লুটপাট! ডাকাতের সর্দার ইয়া লম্বা একটা ছোরা বের করে ঘোরাতে ঘোরাতে সবাইকে উচ্চ কণ্ঠে বলছে-

ডাকাত : দিয়া হালাইন গো, যা আছে সব দিয়া হালাইন!


সবাই যার যা আছে বের করে দিতে শুরু করল! এক লোক তার টাকা-পয়সা সব দিতে দিতে ‘দিয়া হালাইন’ কথাটা শুনে আর হাসি ধরে রাখতে পারছিলেন না! হেসেই ফেললেন!


তখন ডাকাতের সর্দার তার হাসি দেখে চোখ গরম করে বলে উঠল-

ডাকাত : দিয়া আবার হাসুইন? এক্কেরে কাইট্টা হালবাম!