ব্যক্তিগত আলাপ করছি

পাঁচমিশালী কৌতুক September 19, 2016 1,663
ব্যক্তিগত আলাপ করছি

এক লোক হলে গেছে সিনেমা দেখতে। সামনের সিটে দুই মহিলা এত জোরে গল্প করছিল যে বেচারা কোনো সংলাপই শুনতে পাচ্ছিলেন না। শেষমেশ না পেরে মহিলা দু’জনের দৃষ্টি আকর্ষণ করে বললেন-


ভদ্রলোক : এই যে, আমি কিছু শুনতে পাচ্ছি না।


মহিলা : শোনা উচিতও নয়। আমরা ব্যক্তিগত আলাপ করছি।