এক লোক হলে গেছে সিনেমা দেখতে। সামনের সিটে দুই মহিলা এত জোরে গল্প করছিল যে বেচারা কোনো সংলাপই শুনতে পাচ্ছিলেন না। শেষমেশ না পেরে মহিলা দু’জনের দৃষ্টি আকর্ষণ করে বললেন-
ভদ্রলোক : এই যে, আমি কিছু শুনতে পাচ্ছি না।
মহিলা : শোনা উচিতও নয়। আমরা ব্যক্তিগত আলাপ করছি।