লাইফ ইন্স্যুরেন্সের চেক

পাঁচমিশালী কৌতুক September 18, 2016 1,438
লাইফ ইন্স্যুরেন্সের চেক

ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট কথা বলছেন এক ভদ্রলোকের সঙ্গে-

এজেন্ট : স্যার, আমরা খুব দ্রুত পেমেন্ট করি। আমাদের অফিস আঠার তলা বিল্ডিংয়ের চারতলায়। একবার বারোতলা থেকে এক লোক পড়ে যাচ্ছিলেন। তিনি যখন চারতলায় আমাদের অফিসের জানালার সামনে এলেন, আমরা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার লাইফ ইন্স্যুরেন্সের চেক মিটিয়ে দিয়েছিলাম।