হাত তিনেক লম্বা এক টুকরো বাঁশ পাঁজর এফোঁড়-ওফোঁড় করার পরও প্রাণে বেঁচে গেছেন লক্ষ্মীকান্ত ভুঁইয়া নামের কলকাতার মেদিনীপুরের এক বাসচালক!
বাস চালাতে গিয়ে দুর্ঘটনায় পরলে তিন হাত লম্বা এক টুকরো বাঁশ পাঁজর এফোঁড়-ওফোঁড় করে দেয় লক্ষ্মীকান্তের। তিনি বাঁচবেন, এমন আশা কেউ-ই করেননি।
তবে শেষমেশ তিনি বেঁচেই ফিরলেন চিকিৎসকদের আন্তরিক চেষ্টায়। আপাতত তিনি অনেকটা সুস্থ বলে দাবি হিন্দুস্তান টাইমসের।
মূল ঘটনা হল, মেদিনীপুরের দিঘা-নন্দকুমার রুটে বাস চালান লক্ষ্মীকান্ত। বুধবারও বাস নিয়ে বেরিয়েছিলেন। সন্ধ্যা ৭ টা নাগাদ ওই রুটে ভেঁড়িয়ার কাছে বাস আসতেই একটি বাঁশ বোঝাই লরির পিছনে গিয়ে ঝাক্কা মারে বাসটি। চালকের আসনে বসা লক্ষ্মীকান্ত কিছু বুঝে ওঠার আগেই বাস উল্টে যায় এবং বাঁশের বড় একটি টুকরো এসে এফোঁড়-ওফোঁড় করে দেয় তার পাঁজর।
ওই অবস্থাতেই লক্ষ্মীকান্তকে নিয়ে আসা হয় স্থানীয় এক হাসপাতালে। পরে সেখান থেকে নিয়ে আসা হয় তমলুক হাসপাতালে। এখান থেকে তাকে আবার পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।
এই হাসপাতালে প্রকাশ সানকির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তৎপর হয়ে ওঠেন। প্রায় তিন ঘণ্টা সফল অস্ত্রোপচারের পরে বিপন্মুক্ত করা হয় লক্ষ্মীকান্তকে।