এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিল। হটাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলো ।
এক লোক তাকে নিয়ে গিয়ে খাঁচায় নিয়ে গিয়ে রাখল। যখন কবুতরের জ্ঞান ফিরল, তখন সে খাঁচার ভিতর থেকে নিজেকে দেখে বলল :
হায় আল্লাহ! আমি কি জেলে! গাড়িওয়ালা কি মারা গেছে?