রবি আনল বেমেয়াদী ইন্টারনেট প্যাক

Robi Axiata September 5, 2016 1,878
রবি আনল বেমেয়াদী ইন্টারনেট প্যাক

বেমেয়াদী এই ইন্টারনেট অফারের আওতায় তিন ধরনের ডাটা প্যাকের সুবিধা রয়েছে বলে অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


৯৯ টাকায় ৩৫০ এমবি পেতে *১২৩*৯৯#, ১৯৯ টাকায় ১ জিবি পেতে *১২৩*১৯৯# নম্বরে ও ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকেজে নিতে #১২৩*২৯৯# কোডে ডায়াল করতে হবে।


প্রত্যেকটি প্যাকের মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে।


ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা এই ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকায়।


এর সঙ্গেও ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যোগ করা আছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনেক সময়ই গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদের কেনা ইন্টারনেট প্যাকটি শেষ করতে পারেন না। এতে তার মধ্যে একটা অসন্তুষ্টি দেখা দেয়।”