আজকের ধাঁধা : ২৮ আগস্ট, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 28, 2016 1,469
আজকের ধাঁধা : ২৮ আগস্ট, ২০১৬

ধাঁধা :

১. ‘কিনতে গেলে মাপতে লাগে,

যাই করো না গুলি।

দাবার ছকে তাকে লাগে

হাঁটেন কোণাকোণি।’


২. ‘করিমের আব্বার তিন ছেলে-

ছোটটির নাম রহিম,

মেজোটির নাম ফাহিম,

তার বড় ছেলের নাম কী?’


৩. ‘কাটলে সকল বস্তু

ছোট হয়ে যায়,

এমন কি আছে

যা কাটলে বড় হয়।’


৪. ‘কারিগরিতে শ্রেষ্ঠ তিন বর্ণের

দেশের নাম বলো-

প্রথম বর্ণ বাদ দিয়ে

রোজ খেলে দাঁত হয় কালো।’


উত্তর :

১. হাতি

২. করিম

৩. কূপ, পুকুর, গর্ত

৪. জাপান