আজকের ধাঁধা : ১৫ আগস্ট, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 15, 2016 1,573
আজকের ধাঁধা : ১৫ আগস্ট, ২০১৬

• ধাঁধা :

১. ‘এমন কোন স্থান আছে,

দেখতে যেথা পাই,

মাকে দাদি, বৌকে মা,

বাপকে বলে ভাই।’


২. ‘এমন কোন বস্তু আছে এ ধারায়

না চাইতেই যা সব লোকে পায়।’


৩. ‘এমন কি বস্তু ভাই

তিন বর্ণে হয়,

যা দিয়ে পৃথিবী পূর্ণ রয়।

প্রথম বর্ণ বাদ দিলে

খেলার বস্তু হয়,

শেষ বর্ণে আ-কার দিলে

সবাই মিষ্টি কয়।’


৪. ‘এপার ঝুঁটি ওপার ঝুঁটি,

দুই ঝুঁটিতে লুটোপুটি।

সারাদিন লেগেই আছে ছাড়াছাড়ি

কাছাকাছি এলেই লুটোপুটি।’


• উত্তর :

১. অভিনয় মঞ্চ

২. মৃত্যু

৩. বাতাস

৪. চোখের পাতা