হোটেলে স্যুপ খেতে এসে এক খদ্দের স্যুপের ভেতর কি যেন দেখে বেয়ারার উদ্দেশ্যে-
খদ্দের : এই! স্যুপের বাটির ভেতর মরা টিকটিকি কেন?
বেয়ারা : আস্তে, আস্তে বলেন স্যার, সবাই শুনে ফেললে সর্বনাশ হবে।
খদ্দের : কেন? কেন?
বেয়ারা : আপনি পুরনো কাস্টমার বলে দিতে পেরেছি, কিন্তু সবাই চাইলে বিপদে পড়ে যাব স্যার।