আজকের ধাঁধা : ০৭ আগস্ট ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 7, 2016 1,637
আজকের ধাঁধা : ০৭ আগস্ট ২০১৬

ধাঁধা :

১. ‘এক জননীর পাশে,

আরেক জননী বসে।

দেখি হঠাৎ তাদের ভাই

হালকা হাসি হাসে।’


২. ‘এক হাত গাছটা,

ফল ধরে পাঁচটা।’


৩. ‘এক হাড়ি পানিতে

মাছ কিলবিল করে।’


৪. ‘এক জন্মে ফুটেছে একজোড়া ফুল,

হীরা-মানিক নয় তার সমতুল।’

যা দেখলে যাকে মুদি, দেখলে প্রকাশ,

এভাবেই ফোটে ফুল দেখ বারো মাস।


উত্তর :

১. আঁশ

২. হাতের পাঁচ আঙুল

৩. ভাত

৪. চোখ