আজকের ধাঁধা : ০৪ আগস্ট, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 4, 2016 1,914
আজকের ধাঁধা : ০৪ আগস্ট, ২০১৬

• ধাঁধা :

১. ‘আমার মধ্যে আছে

তোমার মধ্যে নেই।

আল্লার মধ্যে আছে

বাবার মধ্যে নেই।’


২. ‘গুজরাটে আছে

দিল্লিতে নেই।

পাটনাতে আছে

বোম্বেতে নেই।’


৩. ‘একটি পোকা বন-জঙ্গলে

রাতের বেলা চলে।

দিনের বেলা না জ্বলে

রাতের বেলা জ্বলে।’


৪. ‘এক দেশের নামের মধ্যে

আছে দু’টি ভাষা,

চার বর্ণে নামটি তার

দেশটি বড়ই খাসা।’


• উত্তর :

১. আ

২. ট

৩. জোনাকি পোকা

৪. নরওয়ে