তোমারেও কথা দিলাম!

পাঁচমিশালী কৌতুক August 1, 2016 1,500
তোমারেও কথা দিলাম!

এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-


নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।


ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।


নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।


ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।