৪০০ বছরের পুরনো!

পাঁচমিশালী কৌতুক July 31, 2016 999
৪০০ বছরের পুরনো!

জাদুঘরে বেড়াতে গিয়ে বেখেয়ালে একটা চেয়ার ভেঙে ফেলল রাকিব। হন্তদন্ত হয়ে ছুটে এল জাদুঘরের কর্মচারী।


কর্মচারী : আরে করেছেন কী? জানেন, এই চেয়ারটা ৪০০ বছরের পুরনো!


রাকিব : যাক, বাঁচালেন। আমি তো ভেবেছিলাম নতুন!