ইসলাম ধর্ম গ্রহণ করলেন নাইজেরিয়ার বিখ্যাত নায়িকা…

ইসলামিক সংবাদ July 31, 2016 1,635
ইসলাম ধর্ম গ্রহণ করলেন নাইজেরিয়ার বিখ্যাত নায়িকা…

আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করলেন নাইজেরিয়ার বিখ্যাত এক নায়িকা। নাইজেরিয়ার চিত্র তারকাদের মধ্যে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে।


এ তালিকায় সর্বশেষ যোগ দিলেন নলিউডের বিখ্যাত চিত্রনায়িকা লোলা আলাও।


লোলা আলাও তার খ্রিস্টান নাম পরিবর্তন করে মুসলিম রোদিয়াত নাম গ্রহণ করেছেন। শুক্রবার তার ফেসবুক পেজে ভক্তদের কাছে ইসলাম গ্রহণের ব্যাখ্যা দিয়েছেন তিনি।


তিনি তার ভক্তদের ইসলামী রীতিতে সালাম জানিয়ে বলেন, ‘যারা আমার ইসলাম গ্রহণের খবরে বিস্মিত হয়েছেন তাদের বলছি- আমি মূলত মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছি। আমার বাবার নাম আব্দুল আযিয। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন’।


এ নায়িকা বলেন, ‘আমার মৃত বাবা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তাই আমি আমার নিজের শিখড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমার নামও পরিবর্তন করেছি। আমার মুসলিম নাম রোদিয়াত। সবাইকে ধন্যবাদ’।


চিত্রনায়িকা লোলা আলাওয়ের ভক্তরা তার এ সিদ্ধান্তে ফেসবুকে বিভিন্ন কমেন্টে স্বাগত জানিয়েছেন।