বাণী-বচন : ৩০ জুলাই ২০১৬

স্মরণীয় উক্তি July 30, 2016 995
বাণী-বচন : ৩০ জুলাই ২০১৬

বাণী

স্মরণ রেখো, হালাল হারামের সাথে মিলে গেলে সমস্তই হারাম হয়ে যায়৷ সেই হারাম খাদ্য ভক্ষণে যে শক্তি সঞ্চয়, জীবন গঠিত হয়, তা আল্লাহর প্রকৃত ইবাদতের অযোগ্য৷ - আল-হাদিস


যদি প্রয়োজনের অধিক খাদ্য গ্রহণ কর, তবে তা তোমাকে আলোস্যে ডুবিয়ে এবং জ্ঞানচর্চায় অমনোযোগী করে তুলবে৷ - ইমাম গাজ্জালি (রহঃ)


উপযুক্ত আহার ঔষধের চেয়েও বেশি উপকারী৷ - জন রে


য্ত বেশি করে আহার করবে তত বেশি ঔষধের প্রয়োজন হবে৷ - ফ্রান্সিস বেকন


প্রবাদ

বগল মে ইট, মুখে শেখ ফরিদ

অর্থ : কথায় এক কাজে ভিন্ন -এ কথা বোঝাতে বলা হয়।