১ম জন : এই টমি, টমি।
২য় জন : দাদা আপনি কি কুকুরকে ডাকছেন?
১ম জন : না না, আমার বন্ধুকে ডাকছি।
২য় জন : এমন অদ্ভুত নাম- টমি!
১ম জন : ওর আসল নাম টগর মিত্র। আমরা ওকে সংক্ষেপে টমি বলে ডাকি।
২য় জন : ওহ, বড় বাঁচা বেঁচে গেছি।
১ম জন : কেন বাঁচার কি আছে?
২য় জন : কারণ আপনাদের মত বন্ধু আমার নাই। আমার নাম শান্তনু লাহা!