আজকের ধাঁধা : ২৮ জুলাই ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer July 28, 2016 2,369
আজকের ধাঁধা : ২৮ জুলাই ২০১৬

ধাঁধা :

১. ‘বাঘের মত লাফ দেয়,

কুকুরের মত বসে,

হাঁসের মত ভাসে।’


২. ‘দিনে করি শতেক বিয়ে,

কাবিন টাবিন নাহি হয়,

ছেলে-মেয়ের মালিক

আমি কোনকালে নয়।’


৩. ‘হাড্ডি কুড়মুড়

মাথা খাই;

চামড়া নিয়ে

হাঁটে যাই!’


৪. ‘আমার মার ফেলে

আমের ফেল আ,

রাখালের খাল ফেলে

লবণ দিয়ে খা।’


উত্তর :

১. ব্যাঙ

২. মোরগ

৩. পাটগাছ

৪. আমড়া