জার্মান মুভি ‘Das Boot’

মুভি রিভিউ July 28, 2016 1,159
জার্মান মুভি ‘Das Boot’

জার্মান শব্দ ‘Das Boot’ অর্থ নৌকা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় U-Boot খ্যাত জার্মান


সাব-মেরিন গুলো সীমান্ত পাহারা ও শত্রু বাহিনীর পন্যবাহী জাহাজগুলো ধ্বংস করতে ব্যবহৃত হতো।


‘Battle of Atlantic’ খ্যাত এ মিশনে প্রায় ৪০,০০০ নাবিক পাঠানো হয়েছিল,


যাদের মধ্যে প্রায় ৩০,০০০ নাবিকই ঘরে ফিরে যেতে পারেনি।


U-96 নামে এক সাবমেরিনে ছিল জার্মান সাংবাদিক ও লেখক Lothar-Günther Buchheim.


সাবমেরিনে থাকাকালীন তার অভিজ্ঞতা নিয়ে লেখা বেস্টসেলার বুক ‘Das Boot’ কে ভিত্তি করে


নির্মিত এ মুভিটি কে “One Of The greatest of all German Films” হিসেবে অভিহিত করা হয়।