আজকের ধাঁধা : ২৭ জুলাই ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer July 27, 2016 1,698
আজকের ধাঁধা : ২৭ জুলাই ২০১৬

ধাঁধা :

১. ‘আমি যাকে আনতে গেলাম

তাকে দেখে ফিরে এলাম।

সে যখন চলে গেল

তারে আমি নিয়ে এলাম।’


২. ‘ইন্দ্র নয় তবু তার সগ্রহ নয়ন,

লোহা নয় তামা নয় তামাটে বরণ।

মোরগ নয় ময়ূর নয় শিরে মোরে ছুড়ো,

ফলটি পেয়ে খুশি হয় ছেলে মেয়ে বুড়ো।’


৩. ‘উল্টা দেশের আজব কথা,

সত্য কিন্তু বটে।

পেট দিয়ে সে আহার করে,

মাথা দিয়ে চাঁটে।’


৪. ‘উপর থেকে পড়ল বুড়ি

কাথা-কম্বল নিয়ে,

ভাসতে ভাসতে যায় বুড়ি

কানাই নগর দিয়ে।’


উত্তর :

১. বৃষ্টির পানি

২. আনারস

৩. গর্ভের সন্তান

৪. তাল