বাণী-বচন : ২৫ জুলাই ২০১৬

স্মরণীয় উক্তি July 25, 2016 1,459
বাণী-বচন : ২৫ জুলাই ২০১৬

বাণী

আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমার সাথে তোমার বন্ধন কখনোই দৃঢ় হবে না। -কালস্যান্ডবারগ


প্রথম দিনে একজন ব্যক্তি অতিথি, দ্বিতীয় দিনে বোঝা এবং তৃতীয় দিনে বিরক্তিভাজন হয়। – ল্যাবোলাই


সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন । – মার্ক টোয়াইন


প্রবাদ

তাড়াই নাই তোর উঠঅন চষি

অর্থ : কৌশলে ক্ষতিসাধন করা- এ কথা বোঝাতে বলা হয়।