আইস বারগ ( ICE-BURG choco maniac )

ফুড রিভিউ July 23, 2016 3,676
আইস বারগ ( ICE-BURG choco maniac )

বার্গার তো অনেক খাইসেন এইবার চকলেট বার্গার খান।


ভয়ে ভয়ে অর্ডার দিয়েছিলাম, না জানি কেমন হয়। জীবনে এই জিনিষ দেখি নাই।

বাট ইট ওয়াজ ডেলিসিয়াস। দুজন মিলেও শেষ করতে পারিনাই।


নামঃ আইস বারগ ( ICE-BURG choco maniac ) মেনুতে এভাবে লেখা।

প্লেসঃ Meat Lovers

দামঃ ২০০ টাকা কোন এক্সট্রা চার্জ নাই।

রেটিংঃ ৯/১০ ( আর একটু সাইজ এ ছোট হলে ১০/১০ দিতাম ঃপ)


ফ্রজেন চকলেট বান আর ভেতর আইসক্রিম, ম্যাসমালো, চক চিপস আর ও অনেক কিছু। বিশাল জিনিশ এইটা।