আগামীকাল বুধবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সুতরাং আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। দেশব্যাপী মুসলিম উম্মাহ ঈদ-উল-ফিতরের আনন্দ-উৎসব উদযাপনে মেতে ওঠবে।
মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মুকাররামে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি বিধায় আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার)ঈদের ঘোষণা দেন।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরবদেশগুলোতে সোমবার শাওয়ালের চাঁদ না দেখায়, সে দেশগুলোতে ঈদ হচ্ছে আগামীকাল বুধবার।