ধাঁধা :
১. ‘দিন-রাত চলি আমি
নাই অবসর,
দিন গেল মাস গেল
গেল কত বছর।’
২. ‘কালিদাস পণ্ডিতে কয়
বাল্যকালের কথা,
নয় হাজার তেতুল গাছে
কয় হাজার পাতা?’
৩. ‘চারিদিকে কাজ তার,
মুখ তৈরি চর্মে।
সহায়তা করে সে,
গান বাজনার কর্মে।’
৪. ‘তিন বর্ণে নাম তার
জলে বাস করে,
মাঝের বর্ণ বাদ দিলে
আকাশেতে ওড়ে।’
উত্তর :
১. ঘড়ি
২. ১৮ হাজার
৩. ঢোল
৪. চিতল