উইন্ডোজ দশের স্টার্ট মেনু থেকে ফাইল খোঁজা!

কম্পিউটার টিপস July 1, 2016 1,083
উইন্ডোজ দশের স্টার্ট মেনু থেকে ফাইল খোঁজা!

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফাইল খোঁজার পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। সাধারণত স্টার্ট মেনুতে কিছু লিখলে উইন্ডোজের সিস্টেম ফাইল থেকে তা খুঁজে দেখায়।


এখন আপনি যদি চান আপনার দরকারি কোনো ফাইল হার্ডডিস্কের আলাদা ড্রাইভে না গিয়ে স্টার্ট মেনুতে লিখে খুঁজে নেবেন, তাহলে তা পাবেন না। তবে ইনডেক্স অপশনে কিছু পরিবর্তন আনলে স্টার্ট মেনু থেকেই কাঙ্ক্ষিত যেকোনো ফাইল খুঁজে নেওয়া যাবে।


যা করতে হবে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা স্টার্ট মেনুতে ক্লিক করে Indexing Options লিখুন। Best match-এ Indexing Options সেটিংস দেখালে তাতে ক্লিক করে খুলুন। ইনডেক্স অপশন খুলে গেলে নিচের Advanced বোতামে ক্লিক করুন। এবার অ্যাডভান্স অপশনের File types ট্যাবে ক্লিক করুন। এখানে How should this file be indexed? অপশনের অধীনে থাকা দ্বিতীয় অপশন Index Properties and File Contents-এর পাশে ক্লিক করে নির্বাচন করে দিন। লক্ষ্য করুন এখানে ফাইল টাইপে থাকা উইন্ডোজের সব ফাইলের এক্সটেনশন দেওয়া আছে।


আপনার কাঙ্ক্ষিত ফাইলের এক্সটেনশন যদি এখানে না পান তাহলে Add new extension to list-এর ঘরে সেটি লিখে (যেমন dmg) অফ চাপুন। শেষে ওকে করলে Rebuilding the index might take a long time to complete. Some views and search results might be incomplete until rebuilding is finished বার্তা দেখাবে। এখানে আবারও ওকে বোতাম চাপুন। তাহলে নতুন করে ইনডেক্স সাজাতে থাকবে। সব ফাইল টাইপ নতুন করে ইনডেক্সে যোগ হতে কিছু সময় লাগবে, এই সময়ের মধ্যে কোনো ফাইল সার্চ করলে সেটি ঠিকমতো না-ও পেতে পারেন।


তাই ঘণ্টাখানেক পর স্টার্ট মেনুতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফাইলের নাম লিখলে সেটি সরাসরি স্টার্ট মেনু থেকেই খুলতে পারবেন।