ঈদের উপহার বাংলালিংকের স্ক্র্যাচ কার্ড

Bundle Packs July 1, 2016 4,476
ঈদের উপহার বাংলালিংকের স্ক্র্যাচ কার্ড

ঈদ উপলক্ষ্যে ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ডে বেশ কয়েকটি অফার দিচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক।

‘বন্ধুদের জন্য বেস্ট উপহার’ নামের এই অফারে ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করলে পাওয়া যাচ্ছে ১৯৯টি এসএমএস, ১৯৯ মিনিট টক টাইম এবং ৬৯৯ মেগাবাইট ইন্টারনেট।

যা যেকোনো মোবাইল অপারেটরে খরচ করতে পারবেন গ্রাহকরা। যার মেয়াদ হবে ১৫ দিন।



তবে অফারের শর্ত হিসেবে বাংলালিংক বলছে, এই অফার ১৫ দিন মেয়াদের হবে। আর এই বান্ডেলগুলো গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে না। তবে গ্রাহক দিনের যেকোনো সময় যেকোনো অপারেটরে কথা বলতে বা এসএমএস করতে পারবেন। আর যতোবার ইচ্ছে ততবারই গ্রাহক এই অফার নিতে পারবেন।


এছাড়াও রমজানের একটি অফারে বাংলালিংক ৯৯ টাকায় দিচ্ছে সাত দিন মেয়াদের দেড় জিবি ইন্টারনেট। যেখানে গ্রাহক এক জিবি ডাটা যেকোনো কিছুতে ব্যবহার এবং বাকিটা ফেইসবুক ব্যবহারে খরচ করতে পারবেন।


বাংলালিংকের অফিসিয়াল ফেইসবুক পেইজ বাংলালিংক মেলায় অনেক গ্রাহক অফারটি নিয়ে নানা মন্তব্য করেছেন।


অভি নামের একজন সেখানে জানতে চেয়েছেন, ১৯৯ টাকার স্ক্র্যাচকার্ড রিচার্জ করলে কী ওই টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে?


সেটি গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ না হয়ে বান্ডেল হিসেবে থাকবে বলে জানায় বাংলালিংক।