রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের সঙ্গে হুয়াওয়ের অফার

Mobile Phone Offer July 1, 2016 2,197
রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের সঙ্গে হুয়াওয়ের অফার

ঈদ-উল-ফিতর উপলক্ষে রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের সঙ্গে হ্যান্ডসেট বান্ডেল অফার চালু করেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে।


হুয়াওয়ে পি৯ কিনলে প্রথম তিন মাসের জন্য রবি গ্রাহকরা পাবেন ২৭ গিগাবাইট ইন্টারনেট ডাটা এবং ২,৯৯৭ মিনিট কল টাইম। ৭ আগস্ট পর্যন্ত এই অফার চলবে। মোট তিন মাসের মধ্যে প্রতি মাসে ক্রেতারা পাবেন ৯ গিগাবাইট ইন্টারনেট ডাটা এবং ৯৯৯ মিনিট কল টাইম।



হুয়াওয়ে জিআর৫ কিনে গ্রামীণফোন গ্রাহকরা ১২৫ টাকায় ৫০০ মিনিট টক টাইম কিনলে এক গিগাবাইট ফেইসবুক ডাটা ফ্রি পাবেন ২২ জুলাই পর্যন্ত অফারটি চলবে।


বাংলালিংক গ্রাহকরা হুয়াওয়ে জিআর৩ এবং ওয়াই৬ প্রো কিনলে প্রতি মাসে তিন গিগাবাইট করে তিন মাসে মোট ৯ গিগাবাইট ডাটা ফ্রি পাবেন।