আজকের ধাঁধা : ২৭ জুন ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer June 27, 2016 1,989
আজকের ধাঁধা : ২৭ জুন ২০১৬

ধাঁধা :

১. ‘আশি টাকার খাসি,

নব্বই টাকার পোস্ত।

এক পিঠ দেখা যায়,

আর পিঠ কই দোস্ত?’


২. ‘কালিদাস পণ্ডিতে কয়

বাল্যকালের কথা,

নয় হাজার তেতুল গাছে

কয় হাজার পাতা?’


৩. ‘উপরে তিতা ভিতরে মিঠা,

লেবুর দলে বাস।

এই কথাটি বলতে গেলে

লাগে তিন মাস।’


৪. ‘আগা গোড়া উল্টে-পাল্টে,

যাবেন তিনি রোজ।

সবটা কারো রাজা নহে,

মন্ত্র করে খোঁজ।’


উত্তর :

১. আকাশ

২. ১৮ হাজার

৩. জাম্বুরা

৪. নিয়তি