দেশজুড়ে গ্রামীণফোন ১০ হাজার থ্রিজি বিটিএস

Grameenphone June 26, 2016 2,096
দেশজুড়ে গ্রামীণফোন ১০ হাজার থ্রিজি বিটিএস

গ্রামীণফোন আজ ১০ হাজার ০০০ থ্রিজি বিটিএস স্থাপনের মাইলফলক অতিক্রম করেছে। দেশ জুড়ে ১০ হাজারটি স্থানে এই বিটিএসগুলো দেশের প্রায় ৯০ ভাগ জনগোষ্ঠিকে থ্রিজির আওতায় নিয়ে এসেছে।


ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম রাজধানীর একটি হোটেলে আজ এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ১০ হাজার তম বিটিএসটি চালু করেন।


এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসি এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং গ্রামীণফোনের সিইও রাজীব শেঠিসহ অন্যান্যরা।


এবছরের জানুয়ারী মাসে গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কের উপস্থিতিতে জুনের মধ্যে ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপনের ঘোষণা দেন।