মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহকরা এবার ক্রেডিট ছাড়াই ছয় ও ১২ মাসের সমান কিস্তিতে এলজি স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছেন।
'হায়ার স্মার্টফোন স্কিম' এর আওতায় কিস্তিতে স্মার্টফোন কিনলে গ্রাহকরা রবির বান্ডেল অফারও পাবেন বলে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শোরুমগুলো থেকে এ অফার গ্রহণ করা যাবে। রবির করপোরেট অফিসে সম্প্রতি এলজি-বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে রবি।
এ চুক্তিতে রবি গ্রাহকরা জনপ্রিয় 'এলজি কে৭', 'এলজি কে১০', 'এলজি ক্লাস' ও 'এলজি জি৫' স্মার্টফোন ৬ থেকে ১২ মাসের সমান কিস্তিতে কিনতে পারবেন।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে এবং এলজি-বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান চুক্তিতে সই করেন।
'এলজি কে৭'র সঙ্গে ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, 'এলজি কে১০'র সঙ্গে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, 'এলজি ক্লাস'র সঙ্গে ৪০০ মিনিট টকটাইম এবং ৩ জিবি ইন্টারনেট এবং 'এলজি জি৫'র সঙ্গে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট উপভোগ করবেন রবি গ্রাহকরা।
'এলজি ক্লাস' ছয় মাসের কিস্তিতে নিলে মাসিক ৪ হাজার ৩৮ টাকা এবং ১২ মাসের জন্য মাসিক ২ হাজার ২১৩ টাকা পরিশোধ করতে হবে।
আর 'এলজি জি' পাওয়া যাবে ছয় মাসের কিস্তিতে মাসিক ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ৫ হাজার ৮৬০ টাকায়।
ছয় মাসের কিস্তিতে 'এলজি কে৭' কিনলে গ্রাহককে প্রতি মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসে ১ হাজার ১২৫ টাকা পরিশোধ করতে হবে।
'এলজি কে১০' ছয়মাসের কিস্তিতে দাম পড়বে মাসিক ২ হাজার ৭৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক এক হাজার ৫৫৪ টাকা।